ক্লিনিকাল সেবা
আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়।
মেডিসিনঃ সাধারণ রোগ যেমন কাশি, জ্বর, হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদির চিকিৎসা।
শিশুঃ শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও প্রাথমিক চিকিৎসা।
গাইনিঃ মহিলাদের গাইনোকলজিক্যাল সমস্যা ও প্রসূতি পরামর্শ।
ইএনটিঃ কান, নাক ও গলার রোগের চিকিৎসা।
হৃদরোগঃ হার্টের রোগের চিকিৎসা, ইকো ও ইসিজি।
অর্থোপেডিকঃ হাড় ও জয়েন্টের সমস্যা, ফিজিওথেরাপি।
ইউরোলজিঃ মূত্রাশয় ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা।
চর্ম রোগঃ ত্বকের রোগ যেমন একজিমা, ফাঙ্গাল ইনফেকশন ও অ্যালার্জি।
মানসিকঃ স্বাস্থ্য: বিষণ্ণতা, উদ্বেগ ও মানসিক চাপ ব্যবস্থাপনার পরামর্শ।